এক গ্যালন তরলের দাম ৩৩১ কোটি টাকা!
'ডেথস্টকার' স্করপিয়ন বা বিচ্ছুর বিষ শুধু পৃথিবীর সবচেয়ে দামি বিষই নয়, বরং সবচেয়ে দামি তরল পদার্থও। এ প্রজাতির বিচ্ছুর প্রতি গ্যালন বিষের দাম ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৩১ কোটি ১৩ লাখ টাকা পর্যন্ত!
ডেথস্টকার হলো বিচ্ছুর সবচেয়ে বিপজ্জনক প্রজাতিগুলোর অন্যতম। এটি হুল ফুটালে একজন স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক মানুষ হয়তো মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়বে না, কিন্তু শিশু ও বুড়োদের বেলায় ঘটনা ভিন্ন হওয়ার আশঙ্কা প্রবল। বলা হয়ে থাকে, মৌমাছির দংশনের চেয়ে এই বিচ্ছুর দংশনের ব্যথা প্রায় শতগুণ বেশি।
চিকিৎসাবিজ্ঞানে এই বিষের বেশ কদর রয়েছে। ব্রেন টিউমার ও ডায়াবেটিক-সহ বিভিন্ন অসুখের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এটি।
এই বিচ্ছুর বিষের দাম এত বেশি হওয়ার আরেকটা কারণ, একটি প্রাপ্তবয়স্ক ডেথস্টকার স্করপিয়ন একবারে সর্বোচ্চ ২ মিলিগ্রাম বিষ উৎপাদন করতে পারে। আর একেকবার বিষ উৎপাদনের জন্য সময় লেগে যায় অন্তত দুই থেকে তিন সপ্তাহ। এবার ভাবুন তো, এক গ্যালন বিষ পেতে হলে কতগুলো বিচ্ছু এবং কতদিন সময় লাগবে?
- সূত্র: অডিটি সেন্ট্রাল