নিজ দল রিপাবলিকানের যে ১০ সদস্য ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিলেন
যুক্তরাষ্ট্র সিনেটের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করেছে। গত সপ্তাহের ক্যাপিটলের দাঙ্গার ঘটনায় "বিদ্রোহে উসকানি" দেয়ার কারণে তাকে অভিশংসিত হতে হল।
ডেমোক্রেটিক পার্টির আনা এ প্রস্তাবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরও সমর্থনও মেলে।
সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে লিজ চেনিসহ ১০ জন রিপাবলিকান নেতা ভোট দেন ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবে। ট্রাম্পের অভিশংসনের পক্ষে ২৩২ ভোট এবং বিপক্ষে ১৯৭ ভোট পড়ে।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের প্রভাবশালী তিন নম্বর নেতা লিজ চেনি বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব এবং সংবিধানের প্রতি তাঁর শপথের ওপর এত বড় বিশ্বাসঘাতকতা করেনি।" এর আগে খ্যাতনামা সাবেক রিপাবলিকান ডিক চেনির মেয়ে লিজ চেনি এক বিবৃতিতে ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে 'দাঙ্গা, বিক্ষোভকারীদের সমন্বয় করা এবং ওই দাঙ্গায় উসকানি দেয়ার জন্য' ট্রাম্পকেই দায়ী করেন।
নিজের দল রিপাবলিকানের যেসব সদস্য ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিলেন তাঁরা হলেন-
ইলিনয় এর প্রতিনিধি অ্যাডাম কিনজিংগার, ওয়াইমিংয়ের লিজ চেনি, নিউইয়র্কের জন ক্যাটকো, মিশিগানের ফ্রেড আপটন এবং পিটার মাইজার, ওয়াশিংটনের জাইম হেরেরা বিউটলার এবং ড্যান নিউ হাউস, ওহাইওর অ্যান্টনি গঞ্জালেজ , সাউথ ক্যারোলিনার টম রাইস এবং ক্যালিফোর্নিয়ার ডেভিড ভ্যালাডাও।