বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর অধ্যয়নে ‘গ্রেট’ স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর পড়াশোনায় যৌথভাবে 'গ্রেট স্কলারশিপ' শীর্ষক বৃত্তি কর্মসূচি নিয়েছে দেশটির সরকার এবং ব্রিটিশ কাউন্সিল। এর আওতায় ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্যে বাংলাদেশি ছাত্রদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আলোচিত কর্মসূচির আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেশকিছু বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশি ছাত্রদের ১১টি বৃত্তি দেওয়া হচ্ছে। স্টাডি ইউকে ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।
প্রতিটি বৃত্তির ন্যূনতম আর্থিকমূল্য ১০ হাজার ব্রিটিশ পাউন্ড যা যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নে একবছরের টিউশন ফি'র সমান।
শুধুমাত্র স্নাতকোত্তর (মাস্টার্স) অধ্যয়নেই বৃত্তি দেওয়া হবে আর চলতি বছর বৃত্তির জন্য আবেদন করা যাবে নিচে উল্লেখিত ১১টি বিশ্ববিদ্যালয়ে:
- বোর্নমাউথ ইউনিভার্সিটি
- রবার্ট গর্ডন ইউনিভার্সিটি
- টেসিডে ইউনিভার্সিটি
- উলস্টার ইউনিভার্সিটি
- ইউনিভার্সিটি কলেজ লন্ডন
- ইউনিভার্সিটি অব এসেক্স
- ইউনিভার্সিটি অব গ্লাসগো
- ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
- ইউনিভার্সিটি অব নর্থাম্পটন
- ইউনিভার্সিটি অব রিডিং
- ইউনিভার্সিটি অব ইয়র্ক
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে; যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নের ভর্তির জন্য উপযুক্ত স্নাতকপূর্ব (অনার্স) সনদ।
বৃত্তির আবেদন এবং অন্যান্য বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://study-uk.britishcouncil.org/scholarships/great-scholarships/bang...