সারাদেশে আরও ২,৭৩০ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি
সারাদেশের নতুন ২,৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী বুধবার গণভনে তাঁর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেন।
এ বছরের জুলাই মাস থেকে এমপিওভুক্তির (মান্থলি পে-অর্ডার স্কিম) এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এ্ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বক্তব্য রাখেন। শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সচিব ড. সোহরাব হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২০১০ সালে ১৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল।