৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ
করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শুক্রবার মাউশি এই নির্দেশ জারি করে।
এতে পূর্বঘোষিত করোনাভাইরাসের বিধিনিষেধ অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্রই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়।
করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা আছে।
বিশ্বব্যাপী মহামারীর মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গত বছরের ১৬ই মার্চ শিক্ষা মন্ত্রণালয়, ১৮-৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ করার জন্য সরকারের সিদ্ধান্ত সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল।
পরে বিভিন্ন দফায় ছুটি বর্ধিত করে তা সর্বশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত নেয়া হয়েছে।
মহামারীর কারণে গত বছর প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং তাদের সমমানের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি।
পিএসসি এবং জেএসসি শিক্ষার্থীদের 'অটো-প্রমোশন' এর মাধ্যমে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশ দেয়া হয়; অন্যদিকে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের তাদের জেএসসি এবং এসএসসি ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
বর্তমানে দেশে অবস্থিত দুই লাখ শিক্ষাকেন্দ্রে প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থী রয়েছে।