৩০ জানুয়ারি কমানো হবে ইন্টারনেটের গতি
আগামী ৩০ জানুয়ারি দেশের গ্রাহকেরা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধীর গতির ইন্টারনেট পাবেন, বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
এই সময়ে সী-মি-উই- ফাইভ (Sea-Me-We-5) কর্তৃপক্ষ সাবমেরিন কেবল সংস্কারের কাজ করবে। যার কারণে, কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন পর্যন্ত থাকা কেবলের সংযোগ সার্কিটগুলো বন্ধ রাখা হবে।
তবে সী-মি-উই- ফোর (Sea-Me-We-4) সাবমেরিন কেবল এবং আইটিসি অপারেটর সংযোগ সার্কিট সচল থাকবে। আজ মঙ্গলবার (২৬ জানু) বিএসসিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক ইন্টারনেট সেবা অক্ষুন্ন থাকবে, তবে ব্যবহারকারীরা একটু ধীরগতির ইন্টারনেট পাবেন।
২০১৭ সালে 'দক্ষিণপূর্ব এশিয়া- মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ' সংক্ষেপে (Sea-Me-We-5) সাবমেরিন কেবলে পটুয়াখালির কলাপাড়ায় অবস্থিত দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে যুক্ত হয় বাংলাদেশ।
এরআগে, ২০০৫ সালে বাংলাদেশ (Sea-Me-We-4) সাবমেরিন কেবলে প্রথমবারের মতো যোগ দেয়।