৭০ বলের টুর্নামেন্ট মাতাবেন আকরাম-পাইলটরা
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ; টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। ২০ ওভারের টি-টোয়েন্টি সংক্ষিপ্ততম ফরম্যাট। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আরও ছোট ফরম্যাটের উদয় হয়েছে। টি-টেন নামে দুবাইতে চলছে একটি টুর্নামেন্ট। যেখানে খেলছেন নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেনসহ বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার।
বাংলাদেশে আরেকটি সংস্করণের পরিচয় হতে যাচ্ছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি নামের একটি টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
৭০ বলের এই টুর্নামেন্টে খেলবেন আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজনদের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। এটাকে বলা হচ্ছে ১০ ওভার ১০ বলের টুর্নামেন্ট। ১০ ওভারে ৬০ বল, আর একটি ওভার হবে ১০ বলের; মোট ৭০ বল। ১০ বলের ওভারটি বোলিং করা দল তাদের ইচ্ছা মতো ইনিংসের যেকোনো সময় করতে পারবে।
এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট সোমবার অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ৬ ফ্র্যাঞ্জাইজি - জেমকন টাইটান্স, একমি স্ট্রাইকার্স, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল ও জা'দুবে স্টার্স ১২০ জন ক্রিকেটার থেকে ১৬ জনের দল সাজিয়েছে। ছয় দলের আইকন হিসেবে আছেন মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার।
আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। কক্সবাজার থেকে টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।