স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হয়েছে ঢাকায়
স্ট্রোক করেছেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার হিসেবে কর্মরত নাফিস ইকবাল। গুরুতর অসুস্থ অবস্থায় বিকাল ৪টার দিকে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে। সাবেক এই ক্রিকেটারকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসা হয়। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, 'মাইনর স্ট্রোক হয়েছে নাফিসের। চট্টগ্রাম থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। ঢাকার বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালের ভর্তি করা হয়েছে নাফিসকে। বিকেল চারটার দিকে তাকে ঢাকা নিয়ে আসা হয়।'
গত দুই বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন নাফিস। এর মধ্যে একটি দায়িত্ব লজিস্টিকস ম্যানেজারের। তবে তিনি মূলত কাজ করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ, তার পদের নাম সহ-ব্যবস্থাপক।
২০২২ সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে আসা নাফিসকে পরবর্তীতে দলের লজিস্টিকস ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নাফিস এই দায়িত্বও পালন করেন। তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খানের ভাতিজা। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফিস।
২০০৩ সালে জাতীয় দলের অভিষেক হয় নাফিসের। ডানহাতি সাবেক এই ওপেনার দেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ২৩.৫৪ গড়ে ৫১৮ রান করেছেন নাফিস। ওয়ানডেতে ২টি হাফ সেঞ্চুরিসহ ১৯.৩১ গড়ে তার নামের পাশে আছে ৩০৯ রান। ৩৯ বছর বয়সী নাফিস জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন ২০০৬ সালে।