রূপনগরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু
শৈশবের আবেগ থেকে বেলুনওয়ালার কাছে শিশুরা গিয়েছিলো বেলুন কিনতে। কিন্তু কেইবা জানতো এই বেলুন কিনতে যাওয়াটাই কাল হয়ে যাবে তাদের জন্য, নিভিয়ে দেবে তাদের জীবন প্রদীপ।
বুধবার বিকেলে মিরপুরের রূপনগরে বেলুনভর্তি করার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই চার শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
রূপনগর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বুধবার বিকেল ৩টার দিকে রূপনগর আবাসিক এলাকার ১১ নম্বর সড়কে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে।
দুর্ঘটনায় আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, আহতদের মধ্যে একজন শিশুসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে রূপনগরের ঝিলপাড় বস্তির পাশে ১১ নম্বর সড়কের মাথায় এই বেলুনওয়ালার কাছে বেলুন কিনতে যান বিভিন্ন বয়সী কয়েকজন শিশু। বেলুনওয়ালার গ্যাস সিলিন্ডারটি থেকে ধোঁয়া বের হচ্ছিলো। এরপরই হঠাৎ করে সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। হুড়োহুড়ির মধ্যে স্থানীয়রা ছুটে আসলে সেখানেই দুজনের মৃত্যু হয় বলে জানান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আহতদের সুরক্ষা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বেলুন বিক্রেতাও মারা গেছেন বলে জানান তারা।
আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, “যাদেরকে নিয়ে আসা হয়েছে তাঁর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে একটা বাচ্চা আছে যার নাড়িভুঁড়ি প্রায় বেরিয়ে গেছে। একই সময়ে অনেকগুলো বাচ্চাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে। আমাদের চিকিৎসক নার্সরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন।”