চাঁদাবাজির মামলায় ঢাকা দক্ষিণের কাউন্সিলর মঞ্জু গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মইনুল হক মঞ্জুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুরে মঞ্জুর টিকাটুলির অফিস ও বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি পিস্তল, অবৈধ মদ, গাঁজা, ইয়াবা উদ্ধারের কথা জানায় বাহিনীটি।
অভিযানে কাউন্সিলর মঞ্জুর গাড়িচালক সাজ্জাদকেও গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে জানান।
কাউন্সিলর মঞ্জুকে গ্রেপ্তারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম বলেন, “গতকাল কয়েকজন ব্যবসায়ী মঞ্জুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করার পর আজকে আমরা তাঁর অফিসে অভিযান চালিয়েছি।”
“মঞ্জুর বিরুদ্ধে ভূমি দখল, মাদকের ব্যবসা এবং জুয়াসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। আমরা অনেকদিন থেকেই তাকে নজরদারিতে রেখেছিলাম।”
কাউন্সিলর মঞ্জুর গ্রেপ্তারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা। গ্রেপ্তারের খবর শুনে ব্যবসায়ীরা একটি আনন্দ মিছিল বের করেন এবং মার্কেটের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
আকতার হোসেন নামে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের একজন ব্যবসায়ী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “এই মার্কেটের মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ছিলেন মঞ্জু। এখানে কোন দোকান বিক্রি বা ভাড়া দিতে চাইলে মঞ্জুকে আমাদের দুই থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়া লাগতো।”
তিনি আরও বলেন, “মার্কেটে এসি লাগানোর কথা বলে, কিছুদিন আগে মঞ্জু ব্যবসায়ীদের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত কোন এসি লাগানো হয় নি। তাঁর নানা খারাপ কর্মকাণ্ডে আমরা বিরক্ত ছিলাম।”