কমলাপুর রেলস্টেশন ভাঙার পরিকল্পনায় মিউজিয়াম অফ মডার্ন আর্টের উদ্বেগ
বাংলাদেশের কমলাপুর রেলওয়ে স্টেশন ভাঙ্গার পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আধুনিক শিল্পকলায় বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী জাদুঘর নিউইয়র্ক ভিত্তিক মিউজিয়াম অফ মডার্ন আর্ট (মোমা)।
মোমার আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এর প্রধান মার্টিনো স্টিয়েরলি এবং সহযোগী কিউরেটর শন অ্যান্ডারসন এক চিঠিতে বাংলাদেশি কর্তৃপক্ষকে কমলাপুর রেলস্টেশনের মত একটি সুপরিচিত ও বিখ্যাত স্থাপনা ভেঙে ফেলার ব্যাপারটি পুনর্বিবেচনা করার অনুরোধ করেন।
চিঠিতে বলা হয়, "আমরা (মোমা) বিশ্বাস করি যে ঢাকার শহুরে পরিবেশে কমলাপুর রেলওয়ে স্টেশন একটি আইকনিক স্থাপত্য। এটি ধ্বংস করা হলে পুরো জাতির একটি সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট করা হবে, যার সঙ্গে বহু স্মৃতি ও আবেগ জড়িত।"
শিল্প বিশেষজ্ঞরা তাদের কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের কথা উল্লেখ করে আরো জানান, তারা এর অসাধারণ স্থাপত্য সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন।
এই দুই বিশেষজ্ঞ আরো লিখেছেন, তাদের মতে কমলাপুর রেলওয়ে স্টেশন দক্ষিণ এশিয়ার তথা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আধুনিক স্থাপত্যকলার একটি প্রধান নিদর্শন। তাদের ধারণা এই ঐতিহ্যের বিলুপ্তি বাংলাদেশের সুনাম নষ্ট করবে।
বাংলাদেশ সরকার ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্ধিত জায়গার প্রয়োজনে কমলাপুর রেলস্টেশন ভেঙে ফেলার পরিকল্পনা করছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী কার্যালয় ইতিমধ্যেই বর্তমান রেলস্টেশন ভেঙে তা আরো উত্তরে সরিয়ে নিয়ে করার অনুমতি দিয়েছে।