দ্বিতীয়বারও রেহাই পেয়ে গেলেন ট্রাম্প
ইতিহাসের একমাত্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দু'বার অভিশংসনের লজ্জাজনক কলঙ্কের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দ্বিতীয়বারেও অভিশংসন শুনানিতে উতরে গেলেন তিনি।
গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম এই প্রেসিডেন্টের উপর। সেদিনের সে সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।
তাকে দোষী সাব্যস্ত করতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। অর্থাৎ দোষী ট্রাম্পের বিপক্ষে অন্তত ৬৭টি ভোটের প্রয়োজন ছিল।কিন্তু ভোটাভুটিতে ৫৭ জন সিনেটর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দিলেও বিপক্ষে পড়ে ৪৩ ভোট।
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সাতজন সিনেটরকে সঙ্গী হিসেবে পেয়েছে ডেমোক্র্যাটরা। তাদের অন্তত ১৭ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ছিল।
ট্রাম্পের আইনজীবিরা বারবার যুক্তি দিয়ে আসছিলেন যে, নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে দেয়া বক্তব্যের মাধ্যমে ট্রাম্প মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার প্রয়োগ করেছেন কেবল।
তাদের মতে, এই অভিশংসন একটি 'রাজনৈতিক নাটক' এবং 'নির্লজ্জ রাজনীতির খেলা'; নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ এবং সংখ্যালঘু দলকে নীরব করার উদ্দেশ্যেই ডেমোক্র্যাটদের হাতে এটি রচিত হয়েছে বলে তারা অভিযোগ করেন।
নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ট্রাম্প যে বক্তব্য দেন তারই সমর্থনে ৬ই জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে সহিংসতা পরিচালনা করে হাজার হাজার উন্মত্ত ট্রাম্প সমর্থক।
১৩ই জানুয়ারি প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গ্রহণ করা হয়। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের পক্ষে ১০ জন রিপাবলিকান আইনপ্রণেতা ভোট প্রদান করেছিলেন সেসময়।
এরপর চলতি মাসের ৯ তারিখ থেকে সিনেটে অভিশংসন আদালতের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সিনেটে এ অভিশংসন বিচারকাজ সাংবিধানিক কি না, তার ওপর সেদিন ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ৫৬-৪৪ ভোটে বিচার প্রক্রিয়া এগিয়ে নেবার পক্ষে রায় আসে ।
ট্রাম্পের নির্দেশনায় কীভাবে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়েছে, তা বিভিন্ন ভিডিওচিত্রের মাধ্যমে অভিশংসন আদালতে উপস্থাপন করেন ডেমোক্র্যাট প্রসিকিউটররা।
১৩ ফেব্রুয়ারি (শনিবার) অভিশংসন আদালতে ডেমোক্রেটিক পার্টি ও ট্রাম্পের আইনজীবীরা সমাপনী বক্তব্য দেন।
সিনেটের ভোটে দ্বিতীয়বার অভিশংসন শুনানিতেও খালাস পাওয়ার পর এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবিধানকে সমুন্নত এবং এর নীতিসমূহকে সংরক্ষণের জন্য তার দল, মার্কিন যুক্তরাষ্ট্রের সব সিনেটর এবং কংগ্রেসের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।
হোয়াইট হাউস ছাড়ার পর থেকে পরিবার নিয়ে ফ্লোরিডার মার-এ-লাগোতে অবস্থান করছেন ট্রাম্প। আগেই ঘোষনা দিয়েছিলেন, অভিশংসন আদালতে সশরীরে উপস্থিত থাকবেন না।
অভিশংসন দণ্ড থেকে মুক্তি পাওয়ার পর ভাবা হচ্ছে, ট্রাম্প আবারও রাজনীতির মঞ্চে ফিরে আসছেন। ২০২৪ এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশের দ্বারও উন্মুক্তই থাকছে তার জন্য; আবারও মনোনয়ন পেলে ট্রাম্প যে বৈধ প্রার্থী হিসেবেই বিবেচিত হবেন!
অভিশংসন আদালতে রায় ঘোষণার পর সিনেটে রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাককনেল ৬ই জানুয়ারির দাঙ্গার জন্য ডোনাল্ড ট্রাম্পকে 'বাস্তবসম্মত এবং নৈতিকভাবে দায়ী' বলে মন্তব্য করেন। তিনি বলেন, "এই ভবনে উপস্থিত প্রত্যেকে এটি বিশ্বাস করে সেদিন যা কিছু হয়েছিল তা তার (ট্রাম্প) নির্দেশেই হয়েছিল"।
যারা ট্রাম্পকে অভিশংসন দণ্ড না দেওয়ার জন্য ভোট দিয়েছেন, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাদের 'কাপুরুষ রিপাবলিকানের দল' বলে আখ্যায়িত করেন।
প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০১৯ সালে প্রথমবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। সেবারও সিনেটের ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়।