অভিশংসন থেকে বেঁচে গেলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন
শনিবারের ভোটাভুটিতে হেরে গেলেও লি উনজো জানান, ইউনকে অভিশংসন করার চেষ্টায় হাল ছাড়বে না বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া (ডিপিকে)। কারণ তিনি দক্ষিণ কোরিয়ার জন্য সবচেয়ে ‘গুরুতর হুমকি’ হয়ে উঠেছেন।