বেপরোয়া রাস্তা পার হলে পথচারীদের বিরুদ্ধে মামলা: ডিএমপি কমিশনার
ফুট ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করে বেপরোয়াভাবে রাস্তা পার হলে পথচারীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো শফিকুল ইসলাম।
আজ সোমবার (৪ নভেম্বর) রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘সড়ক পরিবন আইন ২০১৮’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।
আপাতত বিদ্যমান স্লিপ পদ্ধতিতে মামলা দায়ের হবে, তবে মামলার প্রক্রিয়াটি সহজ করার জন্য শীঘ্রই পয়েন্ট অব সেল বা পিওএস যন্ত্র আমদানি করা হবে বলে জানান তিনি।
তবে আইনটি কার্যকর হওয়ার ১ সপ্তাহ পর্যন্ত কোন আইন প্রয়োগ করা হবে না বলে জানান তিনি।
কমিশনার মো শফিকুল ইসলাম জানান, কোন ট্রাফিক কর্মকর্তা বা সার্জেন্ট যদি সড়কে অনৈতিক কোন পদ্ধতি অবলম্বন করে তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর যেসমস্ত স্থানে জেব্রা ক্রসিং নেই সেখানে রাস্তা পারাপারে ট্রাফিক পুলিশ সহায়তা করবে বলেও জানান ডিএমপি কমিশনার।