সাদেক হোসেন খোকা আর নেই
বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মারা গেছেন।
আজ সোমবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে মারা যান খোকা।
ক্যান্সার চিকিৎসার জন্য গত পাঁচ বছর ধরে নিউ ইয়র্কে অবস্থান করছিলেন তিনি।
সাদেক হোসেন খোকা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ থেকে বিএনপিতে যোগ দেন। ১৯৯১ ও ২০০১ সালে ঢাকার সূত্রাপুর-কোতোয়ালি আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০২ সালের ২৫ এপ্রিল সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র নির্বাচিত হন। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভার মৎস্য ও পশু সম্পদমন্ত্রী ছিলেন।