জাতীয় দল নাকি আইপিএল, দোটানায় মুস্তাফিজ
৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০২১ আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমানও। কিন্তু আইপিএলের সময় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় মুস্তাফিজ দ্বিধায় পড়ে গেছেন। সাকিবের মতো আইপিএলকে বেছে নেবেন নাকি জাতীয় দলের জন্য প্রস্তুত থাকবেন, সেই সিদ্ধান্ত নিতে পারছেন না বাঁহাতি এই পেসার।
আইপিএলে খেলতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। যা নিয়ে রীতিমতো তোলপাড় অবস্থা। প্রশ্ন তোলা হচ্ছে টেস্ট ক্রিকেটের প্রতি সাকিবের নিবেদন নিয়ে। এমন অবস্থায় রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে ছুটি চাইবেন কিনা, তা বুঝে উঠতে পারছেন না মুস্তাফিজ। বাধ্য হয়েই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দ্বারস্থ হয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগের দিন ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি। যেখানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল নতুন কেন্দ্রীয় চুক্তি। এ সময় আইপিএলে খেলা নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেন মুস্তাফিজ।
বিসিবি সভাপতি মুস্তাফিজকে জানিয়েছেন, চাইলে সাকিবের মতো তিনিও ছুটি নিতে পারেন। এমনকি অন্য ক্রিকেটাররাও যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে ছুটির আবেদন করেন, তাদের ছুটিও মঞ্জুর করা হবে। টেস্ট বা অন্য যে কোনো ফরম্যাটে খেলতে কারও সঙ্গেই জোর করা হবে না।
এ বিষয়ে নাজমুল হাসান বলেন, 'মুস্তাফিজ আজ এসেছিল আমার সাথে দেখা করতে। আমাকে বলেছে সে আইপিএল খেলতে যাবে কিনা। আমি বলেছি এখানে আমার কিছুই বলার নেই। তুমি যদি খেলতে না চাও, তুমি যদি ওখানে যেতে চাও, আমাদের একটা চিঠি দিয়ে দাও। আমরা তোমাকে আটকাব না। বার্তাটা সবার জন্য একদম পরিষ্কার। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, এটা সাকিবের জন্য সিদ্ধান্ত নিচ্ছি না। এটা সবার জন্যই সমান।'