সরকারের প্রতি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা
দাবি-দাওয়া মেনে না নিলে সরকারের প্রতি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের অন্যতম দাবি হলো; চলতি ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে পরীক্ষার জন্য নতুন করে রুটিন প্রণয়ন এবং আজ বৃহস্পতিবার সকালবেলা আন্দোলন স্থল থেকে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন পরীক্ষাসূচি ঘোষণা করলে রাজধানীর শাহবাগে তাদের পরিকল্পিত বিক্ষোভ স্থগিত করে শিক্ষার্থীরা। তবে এরপরই তারা দাবি মেনে নিতে তিন দিনের আল্টিমেটাম দেয়।
বিক্ষোভ কর্মসূচির একজন সমন্বয়ক আলিফা খুশবু বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন।
বৃহস্পতিবার সকাল থেকেই সরকারি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে।
এসময় ব্যস্ত সড়কটি থেকে তাদের জমায়েত হঠাতে তৎপর হয় পুলিশ, এবং এক পর্যায়ে সেখান থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
আলিফা খুশবু জানান, তারা গ্রেপ্তারকৃত সকলের নিঃশর্ত মুক্তি এবং তার সঙ্গে নতুন করে পরীক্ষাসূচির ঘোষণা চান।
ইতোপূর্বে স্থগিত সব পরীক্ষার জন্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন যে রুটিন ঘোষণা করেছেন- তা সংশোধিত সময়সূচি অনুসারে আগামী ২৪মে থেকে শুরু হওয়ার কথা। এর আগে গত ২২ ফেব্রুয়ারি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
২২ তারিখ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, সরকার আগামী ২৪মে থেকে সরকারি ও বেসরকারি সকল বিশ্ববিদ্যাল্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ১৭ মে থেকে সকলের জন্যে খুলে দেওয়া হবে।