মুশতাকের মৃত্যুতে সুষ্ঠু তদন্তের আহ্বান জানালেন ১৩টি বিদেশি কূটনৈতিক মিশন প্রধান
যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়ন-সহ ১৩টি বিদেশি কূটনৈতিক মিশন প্রধানেরা লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা দ্রুত ও স্বাধীন তদন্তের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। কারাগারে তার মৃত্যুর পেছনে সকল কারণ তুলে ধরার দাবি করেন তারা।
আজ শুক্রবার রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, "মুশতাক আহমেদের মৃত্যুর পেছনে পুর্ণাঙ্গ ঘটনা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে অনুসন্ধানে আমরা বাংলাদেশ সরকারের প্রতি একটি স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন; কানাডার হাই-কমিশনার বেনেইট প্রেফন্টেইন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ত্রুপ পিটারসন, ইইউ দূত রেন্সে টেরেনিক, ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মারিন, জার্মানি রাষ্ট্রদূত পিটার ফাহরেনহল্টজ, ইতালির এনরিকো নুনজিয়াতা, নেদারল্যান্ডের হ্যারি ভেরওয়েইজ, নরওয়ের রিক্টার সেভেদসেন, স্পেনের ফান্সিস্কো ডি আসিস বেইন্তজ সালাস, সুইডেনের আলেক্সান্ডার বার্গ ভন লিন্ডে, সুইজারল্যান্ডের নাথালি শিউআখ্, যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।