ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ দেবে না বিএনপি: মির্জা ফখরুল
সারাদেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।
আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বিএনপি'র স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ফখরুল অভিযোগ করেন, "চরম প্রতিকূলতার মুখেও বিএনপি স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে অংশ নিতে চেয়েছিল, কারণ আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি। কিন্তু, সাম্প্রতিক সময়ের পৌর নির্বাচনগুলোতে ইসি (নির্বাচন কমিশন) সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ কায়েমে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দেয়।"
তিনি আরও বলেন, "বর্তমান সরকারের নানা এজেন্ডা বাস্তবায়ন করাই ইসির প্রধান কাজ। তাছাড়া, বিএনপি সবসময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিরোধীতা করে আসছে। তাই এসব ঘটনার প্রেক্ষিতে, আমরা আসন্ন কোনো ইউপি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"