প্রেসক্লাবে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করছে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, খেতাব বাতিল, লেখক মুশতাক এবং সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে তারা এ সমাবেশ করছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত সমাবেশটি শুরু হয় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন বলে জানা গেছে। সমাবেশে আরও উপস্থিত রয়েছেন আমানউল্লাহ আমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর নবী খান সোহেল প্রমুখ ।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পথচারীদের ব্যাপকভাবে তল্লাশি করা হচ্ছে। এছাড়া পথে পথে নেতা-কর্মীদের আটকে দেয়ার অভিযোগ করেছেন বিএনপি নেতারা।