বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির: পররাষ্ট্রমন্ত্রী
আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ উপভোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন আরব-আমিরাত সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ম্যাচ দেখার আমন্ত্রণ জানান ভারতীয় বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি।
দিবা রাত্রির এই টেস্টকে স্মরণীয় করে রাখতে মাঠে থাকবেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়সহ জীবিত প্রায় সব ভারতীয় অধিনায়ক। প্রথম টেস্ট খেলা টাইগার ক্রিকেটাররাও সেখানে উপস্থিত থাকবেন। থাকবেন নতুন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিও।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে দুবাই এয়ার শো দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই দ্বিবার্ষিক এয়ার শো আগামী ১৭ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। এ সফরে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ নভেম্বর দুবাই যাচ্ছেন। সেখান থেকে তার দেশে ফেরার কথা ১৯ নভেম্বর।