পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি কোভিড-১৯ টিকা নেওয়ার দুইদিন পর ভাইরাসটিতে তার আক্রান্ত হওয়ার কথা শনিবার গণমাধ্যমে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইটবার্তায় জানান, ইমরান খান এখন 'নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে' রয়েছেন।
৬৮ বছর বয়সী ইমরান খান সম্প্রতি নিয়মিতভাবেই বিভিন্ন মিটিংয়ে অংশ নিয়েছেন। এরমধ্যে রাজধানী ইসলামাবাদে প্রচুর মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি নিরাপত্তাবিষয়ক কনফারেন্সও রয়েছে। সেই কনফারেন্সে ভাষণ রাখার সময় তার মুখে মাস্ক ছিল না।
এদিকে, গত বৃহস্পতিবার কোভিড-১৯-এর ভ্যাকসিন নেন ইমরান।
দক্ষিণ এশিয়ান দেশ পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশ বাড়ছে। দেশটির সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৬ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি, যা কি না গত বছরের জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এ নিয়ে পাকিস্তানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২০ হাজার ছাড়াল। এদের মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৭৯৯ জন।
- সূত্র: রয়টার্স