পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আরও বিনিয়োগ করবে জাপান: নাওকি
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশে আরো বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।
রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে এ কথা বলেন তিনি।
সৌজন্য এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রদূত বলেছেন, করোনা পরিস্থিতি শেষ হলে জাপান বাংলাদেশে আরো বিনিয়োগ করবে।"
বাংলাদেশে জাপানি অর্থায়নের যেসব প্রকল্প রয়েছে, সেগুলোর অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে রাষ্ট্রদূত বলেন, "করোনাভাইরাস মহামারীর মধ্যেও মাতারবাড়ি প্রকল্প এগিয়ে চলেছে। মাতারবাড়ি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল হাব হবে এবং এটা হবে গেইম চেঞ্জার।"
নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপানকে জায়গা দেওয়া হয়েছিল। এটি আগামী বছর প্রস্তুত হবে প্রধানমন্ত্রীকে অবহিত করেন নাওকি ইতো।
সাক্ষাতে চট্টগ্রামের মিররসরাইয়ে জাপানের জন্য দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত।
বাংলাদেশের অর্থনীতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।