কনওয়ে-মিচেলের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
ওয়েলিংটনে বল হাতে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। তাসকিন আহমেদ ও রুবেল হোসেন ছন্দময় বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপেই ধরেছিলেন। কিন্তু ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় দেখা দেওয়া ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে বড় লক্ষ্যই দাঁড়িয়ে গেল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬ উইকেটে ৩১৮ রান তুলেছে কিউইরা।
এই দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি করেছেন। ১১০ বলে ১৭টি চারে ১২৬ রানের অসাধারণ ইনিংস খেলেন কনওয়ে। ৯২ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন মিচেল। পঞ্চম জুটিতে ১৫৯ রানের জুটি গড়েন কনওয়ে-মিচেল। সর্বোচ্চ ৩টি উইকেট নেন রুবেল। ১০ ওভারে তার খরচা ৭০ রান।
১ উইকেট নেওয়া তাসকিন দিয়েছেন ৫১ রান। এদিন মুস্তাফিজের ওপর দিয়ে ঝড় গেছে। একটি উইকেট পেলেও ১০ ওভারে ৮.৭০ ইকোনমিতে ৮৭ রান দিয়েছেন তিনি। সৌম্য সরকার ৩৭ রান খরচায় একটি উইকেট পান। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও মাহেদী হাসান খুব একটা সুবিধা করতে পারেননি।
তাসকিনের পর রুবেলের জোড়া আঘাত
বল হাতে ওয়েলিংটনে শুরুটা দারুণ হলো বাংলাদেশের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে রীতিমতো চেপে ধরেছে বাংলাদেশ। ৫৭ রানের মধ্যেই কিউইদের তিনজন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেনরা।
শুরুটা করে দেন তাসকিন। আগের দুই ম্যাচে দারুণ বোলিং করা ডানহাতি এই পেসার ফিরিয়ে দেন নিউজিল্যান্ডের ওপেনার হেনরি নিকোলসকে। এরপর নিজের করা দুই ওভারে দুই উইকেট তুলে নেন রুবেল। সিরিজে প্রথম ম্যাচ খেলা নামা অভিজ্ঞ এই পেসারের শিকার মার্টিন গাপটিল ও রস টেলর।
১৩ ওভার শেষে ৩ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬৬ রান। দ্রুত তিন উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠতে লড়ে যাচ্ছেন অধিনায়ক টম ল্যাথাম ও ডেভন কনওয়ে।