তামিমের সঙ্গে দেশে ফিরছেন হাসান মাহমুদও
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরবেন তামিম ইকবাল; এটা আগেই চূড়ান্ত। ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমের একাই দেশে ফেরার কথা ছিল। তবে সঙ্গী হিসেবে হাসান মাহমুদকে পেয়েছেন তিনি। ডানহাতি তরুণ এই পেসারও দেশে ফিরে আসছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের উদ্দেশে ইতোমধ্যে রওনা করেছেন তামিম ও হাসান। রোববার রাত ১০টায় বাংলাদেশে পৌঁছানোর কথা এই দুই ক্রিকেটারের।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলেন হাসান মাহমুদ। ওই ম্যাচে পিঠে চোট পান তিনি। পরের দুই ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। কিন্তু ফিটনেসের উন্নতি হয়নি ২১ বছর বয়সী হাসানের। যে কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। দেশে ফেরার পর হাসানের দেখভাল করবে বিসিবির মেডিকেল বিভাগ।
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভালো করার অপেক্ষায়। সাকিব আল হাসান আগে থেকেই নেই, তামিম ইকবাল না থাকায় স্বভাবতই আরও শক্তি কমেছে দলের। তবে রোবাবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে তরুণ দল নিয়েই ভালো করতে চায় বাংলাদেশ।
তামিম না থাকায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়েছে তরুণ বাঁহাতি ওপেনার নাঈম শেখের। লিটন কুমার দাসের সঙ্গে তাকেই ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে। হাসান না থাকায় খেলার সম্ভাবনা বেড়েছে শরিফুল ইসলামের। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে বিশ্বজয়ী যুব দলের এই সদস্যের।