শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭
গতকাল নারায়ণগঞ্জের মদনগঞ্জ ঘাট এলাকায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭, আরও ২২ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জন যাত্রীকে। এর আগে গতকাল রাতে পাঁচ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল আনুমানিক সন্ধ্যা ৬টায় এমএল সাবিত আল হাসান নামের লঞ্চটি এসকে-৩ নামের কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়।
দুর্ঘটনার পর অনেক যাত্রী সাঁতরে তীরে এসেছেন তবে এখনো অনেকে নিখোঁজ আছেন।
রাত আনুমানিক ৯:৩০ এর দিকে উদ্ধার জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
এদিকে, লঞ্চডুবির ঘটনা তদন্তের জন্য দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।