মার্কেট খুলে দেওয়ার দাবিতে গুলিস্তানের ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে গুলিস্তানের বঙ্গবাজারের দোকান মালিকরা স্বাস্থ্যবিধি বজায় রেখে দোকান চালু রাখার দাবিতে গুলিস্তানের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।
ফ্লাইওভার ও সড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে পুলিশ বেশ কয়েকবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।
বিক্ষোভরত দোকান মালিকরা পুলিশের দিকে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে।
পার্শ্ববর্তী সড়কগুলোতে তাদের বিক্ষোভের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়।
এর আগে কোভিড-১৯ সংক্রমণ কমাতে সোমবার থেকে সাত দিনব্যাপী লকডাউন জারি করে সরকার।
সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিগত কয়েক দিন ধরে দোকান মালিকরা মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন।