ভারত বাংলাদেশকেই সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বৃহস্পতিবার বলেন, ভারতের কাছ থেকে বাংলাদেশই সবচেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছে।
ব্রাক্ষ্মণবাড়িয়ায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপয়েন্ট তিনি গণমাধ্যমকে বলেন, 'আমরা যতগুলো দেশে কোভিড-১৯ ভ্যাকসিন পাঠিয়েছি, তার মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছে।'
চুক্তি অনুযায়ী বাংলাদেশে ৭ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এর আগে ভারতীয় হাইকমিশনার বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্যতা নিয়ে সারা বিশ্বেই একটি চলমান সংকট। ভ্যাকসিনের যোগানের তুলনায় চাহিদা অনেক বেশি। তাই সবাই মিলেই ভ্যাকসিনের উৎপাদন ও সহজলভ্যতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নিজ দেশে চারদিনের ছুটি কাটানোর পর বাংলাদেশে ফিরে এসেছেন ভারতীয় হাইকমিশনার।
করোনাভাইরাস পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে দোরাইস্বামী বলেন, 'বাংলাদেশে টিকাদান কার্যক্রম সচল রাখার লক্ষ্যে আমরা কাজ করছি। করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ অনেক বেশি মারাত্মক। ভারতেও পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা সবাই একসাথেই কাজ করে যাচ্ছি।'
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর আলম এবং আখাউড়া পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান এ সময় চেকপয়েন্টে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন।