বাংলাদেশকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুনরুদ্ধার, ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ও নতুন চাকরির বাজার তৈরি করতে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক।
বিশ্ব ব্যাংকের ৭৫০ মিলিয়ন ডলার বাজেট সহায়তার তৃতীয় এবং শেষ কিস্তির অংশ হিসেবে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে বাংলাদেশকে।
বৃহস্পতিবার এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঋণ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। বিশ্ব ব্যাংকের পক্ষে ছিলেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কাট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, দেশের কর্মক্ষম জনগণের জন্য পর্যাপ্ত ও মানসম্পন্ন কর্মসংস্থান ও পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সম্পৃক্ততার জন্য কিছু নীতি, কৌশল ও বিধি সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
সরকারের উদ্যোগ এবং প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের জন্য, বিশ্বব্যাংক ২০১৮-১৯ অর্থবছর থেকে পরপর তিনটি অর্থবছরে বাজেট সহায়তা হিসাবে মোট ৬৫০ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) ঋণ সহায়তা প্রদানের বিষয়ে সম্মত হয়েছে।