তদন্ত প্রতিবেদনেও মুনিয়ার আত্মহত্যার প্রমাণ মিলেছে: ফরেনসিক বিভাগ
তদন্ত প্রতিবেদন এবং মোসারাত জাহান মুনিয়ার ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে কোন ধরনের অসামঞ্জস্যতা খুঁজে পাননি ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক ডা. মো. মাকসুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছিল যে, মুনিয়া আত্মহত্যা করেছে।
গত ২৬ এপ্রিল সন্ধ্যায় ঢাকার গুলশান-২ এর ১২০ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সেদিনই রাত দেড়টার দিকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় পেনাল কোডের ৩০৬ ধারায় মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন।