‘মিসেস ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর’ হলেন অবণী
মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের মুনজারিন অবণী পেলেন অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড।
শনিবার লাস ভেগাসের একটি রিসোর্টে আয়োজিত চুড়ান্ত আসরে এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পান তিনি।
প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই ফেসবুকের মাধ্যমে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেন অবণী।
দারুণ উচ্ছ্বসিত এই প্রতিযোগী বলেন, “আমার জীবনের এটা সেরা অর্জন। দেশের বাইরে এসে এরকম একটি আন্তজার্তিক প্রতিযোগীতায় অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার সামনের দিনগুলোতে কাজে সহযোগিতা করবে।”
তিনি প্রতিযোগিতার বিষয়ে জানান, মূল আসরটি বসে লাস ভেগাসের ওয়েস্টগেট লাট ভেগাস রিসোর্টের বলরুমে। সেখানে বিচারক আমন্ত্রিত অতিথির পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ দর্শকও। শুরুতে ৮০ টি দেশের প্রতিযোগী নিয়ে মূল আসর শুরু হলেও গ্র্যান্ড ফিনালেতে লড়েন ৪৮ জন প্রতিযোগী। চুড়ান্ত আসরে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় তাদের। র্যাম্পে হাটা, প্রশ্ন উত্তরসহ পর্বসহ বেশ কিছু পারফরমেন্স দেখাতে হয়েছে প্রতিযোগিদের।
চূড়ান্ত প্রতিযোগিতা নিয়ে অবণী বলেন, বিভিন্ন দেশের আট জন বিচারক ছিলেন মূল আসরে। তারা অনেক কিছু যাচাই বাছাই করে তবেই চুড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন।
মিসেস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালের মঞ্চে দাড়িয়ে অবণী মুখোমুখি হয়েছিলেন একটি কঠিন প্রশ্নের। বিচারকেরা তাকে উদ্দেশ্য করে বলেন, যদি বাংলাদেশের কোনো কিছুর পরিবর্তন করতে হয় তাহলে কি পরিবর্তন করবেন তিনি?
অবণী অকপটে সেই উত্তর দিয়েছেন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “আমি মঞ্চে দাড়িয়ে বলেছি, বাংলাদেশে বায়ুদূষণ বেড়েছে। বিশেষ করে রাজধানীর। সবার আগে দেশের বিশেষ করে ঢাকার এয়ার পলিউশন দূর করে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করতে চাই।”
এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা নিজের পরিচালিত স্কুলের কথাও মঞ্চে বলেন অবণী। এরকম একটি প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো অংশ নিয়ে অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড বেশ বড় অর্জন বলে মনে করছেন অবণী।
তিনি বলেন, “শুধু অ্যাওয়ার্ড প্রাপ্তিই নয়, সবাই বাংলাদেশ এবং আমার খুব প্রশংসা করেছেন। এটা ভালো লেগেছে।”
তিনি জানান, ৪৮ বছর বয়সী শ্রীলংকার এক প্রতিযোগী এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ক্লাবে প্রথমবাররে মতো আয়োজন করা হয় ‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস ওর্য়াল্ড বাংলাদশে ২০১৯’ শিরোনামে সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। পুরো বাংলাদশের দুই সহস্রাধিক বিবাহিত নারী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এতে চ্যাম্পিয়ন হন মুনজারিন মাহবুব অবণী। তারপর গত ৩০ নভেম্বর লাস ভেগাসে আয়োজিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন তিনি।