শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সোনার পদক বাংলাদেশের
দক্ষিণ এশীয় (এসএ) গেমসের ছেলেদের ক্রিকেটে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দলকে সাত উইকেটে হারিয়ে সোনার পদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
এবারের এসএ গেমসে এই নিয়ে বাংলাদেশের সোনার পদক হলো ১৯টি। মেয়েদের ক্রিকেটেও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে সোমবারের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা।
নির্ধারিত ২০ ওভারের খেলায় শুরুটা ঝড়ো হলেও দুই ওপেনার আউট হওয়ার পর বদলে যায় ম্যাচের চিত্র।
পাঁচ নম্বরে ব্যাটে নেমে অধিনায়ক আসালঙ্কা ও ছয় নম্বরে শাম্মু আসহান দলের হাল ধরলেও এরপর আর দাঁড়াতে পারেনি কেউই। পুরো বিশ ওভার খেলেই ১২২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে বোলিংয়ে ঝড় তোলেন মিডিয়াম পেস বোলার হাসান মাহমুদ। চার ওভার বল করে ২০ রান দিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন তিনি।
১২৩ রানের টার্গেটে মাঠে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ব্যাটিং করেন সাইফ হাসান ও সৌম্য সরকার। ৩০ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাইফ এবং ২৮ বলে ২৭ রানের ইনিংস খেলে সৌম্য আউট হয়ে মাঠের বাইরে গেলে জয়ের লক্ষ্যে বাকীটা পথ এগিয়ে নিয়ে যান নাজমুল হোসাইন শান্ত ও ইয়াসির আলী।
১ ছক্কা ও ১ চারে সাজানো ২৮ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ : ২০ ওভারে ১২২/৯ (নিসানকা ২২, মাদুশকা ১৬, ক্রুসপুল ১, মেন্ডিস ৪, আসালাঙ্কা ১২, আশান ২৫, বান্দারা ২, ড্যানিয়েল ৮, কাভিশকা ৫*, সাচিন্দু ৯, আসিথা ০; সুমন ৪-০-১৬-১, তানভির ৪-০-২৮-২, হাসান ৪-০-২০-৩, মেহেদি ৪-০-১৮-১, সৌম্য ৪-০-৩২-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ১৮.১ ওভারে ১২৫/৩ (সাইফ ৩৩, সৌম্য ২৭, শান্ত ৩৫*, ইয়াসির ১৯, আফিফ ৫*; আসিথা ৪-০-২১-০, কাভিশকা ২-০-৯-০, ড্যানিয়েল ২-০-১৩-০, আশান ২.১-০-১৯-০, মেন্ডিস ২-০-৯-১, সাচিন্দু ৪-০-৩৩-১, আসালাঙ্কা ২-০-১৮-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৭ উইকেটে জয়ী।