জেলাভিত্তিক যান চলাচল, ভোগান্তিতে কর্মমুখী যাত্রীরা
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেলাভিত্তিক যান চলাচল অব্যাহত রেখেছে মানিকগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন। ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে ছুটছেন কর্মমুখী মানুষ। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বারবারিয়া ও সিংগাইর উপজেলার ধল্ল্যা এলাকায় রয়েছে পুলিশের চেকপোস্ট।
ঢাকামুখী সব বাস ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এর ফলে যাত্রীদের পায়ে হেঁটে কিছু পথ যাওয়ার পর আবার বাসে উঠে যেতে হচ্ছে গন্তব্যে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার কর্মমুখী সাধারণ যাত্রী। শিশু, নারী ও বৃদ্ধরা পড়েছেন অধিক ভোগান্তিতে।
তবে নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় কমেছে যাত্রী পারাপারের ভোগান্তি।
সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে রোববার রাত থেকে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের আদেশ থাকলেও পূর্ণ যাত্রী নিয়েই চলছে জেলাভিত্তিক বাসগুলো।
আশুলিয়া এলাকার গার্মেন্টসকর্মী আনোয়ারা বেগম বলেন, ফেরি পারাপারের জন্য তুলনামূলক ভোগান্তি নেই বললেই চলে। তবে মহাসড়কে কিছুদূর পরপর গাড়ি পরিবর্তন করার ভোগান্তি বাড়ছে। প্রখর রৌদ্রে পায়ে হেঁটে মহাসড়ক দিয়ে চলাচল করা বেশ কষ্টকর বলে মন্তব্য করেন তিনি।
হেমায়েতপুর এলাকার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন মফিজুর রহমান। জানালেন, পাটুরিয়া থেকে ২০০ টাকা ভাড়া দিয়ে নবীনগর পর্যন্ত যাওয়ার চুক্তি করে বাসে উঠেন তিনি। এরপর মহাসড়কের বারবারিয়া বাসস্ট্যান্ডের অনেক আগেই ৫০ করে ভাড়া ফেরত দিয়ে বাস থেকে নামিয়ে দেন চালক। এরপর থেকে পরবর্তী বাসের আশায় রওয়ানা হন তিনি।
বারবারিয়া চেকপয়েন্টে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর জাসেল হোসেন বলেন, 'সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জ থেকে কোনো বাস ঢাকা প্রবেশের সুযোগ নেই। তাই সব যাত্রী নামিয়ে বাসগুলো আগত পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।'
গণপরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার বিষয়ে শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন বলেন, 'বাসে ফুল যাত্রী নেওয়ার দায়ে বেশ কিছু বাসমালিককে জরিমানা করা হয়েছে।' পাটুরিয়া ফেরিঘাট এবং মহাসড়কের টেপড়া এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে চারটি ফেরি চলাচল করছে। নৌরুট এলাকায় যাত্রীর চাপ থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি নেই বলে জানান তিনি।