‘আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি’
দলের তখন দুর্দশা। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। চেষ্টা সফল হয়নি তার। ১৭ রান করে লঙ্কান পেসার দুশমন্থ চামিরার বলে আউট হয়ে যান তিনি। কিন্তু আউটটি কোনোভাবেই মানতে পারছেন না তামিম। মাঠ ছাড়ার সময়ই ক্ষোভ ঝারা বাংলাদেশ ওপেনার ম্যাচের পর জানিয়েছেন, ব্যাটে যে বল লাগেনি, এ নিয়ে তিনি শতভাগ নিশ্চিত।
তামিমের আউটটি নিয়ে ধোঁয়াশাই তৈরি হয় তখন। চামিরার আবেদনে আম্পায়ার সাড়া দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন তামিম। টিভি রিপ্লেতে দেখা যায় তামিমের ব্যাট যখন মাটিতে আঘাত করেছে, বল তখন ব্যাট ছাড়াচ্ছে। আল্ট্রা এজে ছোঁয়ার অস্তিত্ব বোঝা যাচ্ছিল, কিন্তু সেটা ব্যাট-বলের নাকি ব্যাট-মাটির সংঘর্ষের, তা পরিষ্কার হয়নি। মাঠ ছাড়ার সময় তামিমকে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়।
নিজের বিতর্কিত কট বিহাইন্ড আউট নিয়ে যারপরনাই হতাশ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ম্যাচ শেষে তামিম বলেন, 'খুবই হতাশার। আমি ১০০ ভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত। কিন্তু আমি ১০০ ভাগ নিশ্চিত যে আমার ব্যাটে বল লাগেনি।'
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে হার, নিজের আউট নিয়ে হতাশা আছে তামিমের। আবার সিরিজ জয়ের স্বস্তিও শান্তি দিচ্ছে তাকে। তবে হাওয়ায় গা না ভাসিয়ে আরও উন্নতির কথা বলছেন তিনি, 'আজ আমরা সিরিজ জিতেছি তাই যদি সব ভুলে যাই, তাহলে হবে না। ঠিক যেমন সিরিজ শেষে আমরা বলি, 'আমাদের অনেক কাজ করার আছে।' আজ সিরিজ জয়ের পরও আমি একই কথা বলল। আমার কাছে মনে হয় যে আমাদের অনেক উন্নতি করা উচিত।'
প্রথম দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে যায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে জায়গাটা আরও শক্ত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। এই ১০ পয়েন্টের কারণে ভবিষ্যতে আফসোস করতে হয় কিনা, এ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তামিম।
বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এটা দ্বিপাক্ষিক সিরিজের মতো না যে আপনি দুটি ম্যাচ জিতে গেলেন, সিরিজ জিতে গেলেন। আর এখানে কিছুই অর্জনের নেই। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কেউই জানে না, এই ১০ পয়েন্ট হয়তো ভবিষ্যতে কষ্ট দিতেও পারে। যখন সুযোগ ছিল তখন পুরো পয়েন্ট নেওয়া উচিত ছিল।'