দেশে প্রথমবারের মত এমআইসিএস পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন
দেশে প্রথমবারের মতো ২-৩ ইঞ্চি ফুটো করে এমআইসিএস (MICS)পদ্ধতিতে হার্টের ডাবল ভালভ প্রতিস্থাপন সম্পন্ন করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) একদল তরুণ চিকিৎসক। এ অস্ত্রোপচারে নেতৃত্ব দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল হক সিয়াম।
গত ২৫ তারিখে (মঙ্গলবার) হাসিনা বেগম নামে ৩০ বছর বয়সী একজন নারীর দেহে এ অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারে প্রায় ৮-১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন এবং ৪-৫ ঘন্টা সময়ের মধ্যেই তা সফলতার সাথে শেষ হয়।
ডা. আশরাফুল হক সিয়াম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ডাবল ভালভ অপারেশন হার্টের অত্যন্ত জটিল অপারেশন এবং এই এমআইসিএস পদ্ধতিতে মাত্র ২-৩ ইঞ্চি ফুটো করে ভালভ প্রতিস্থাপন সারা বিশ্বেই অত্যন্ত বিরল। বিশ্বের মাত্র কয়েকটি হাসপাতালে এই ধরনের আধুনিক পদ্ধতিতে অপারেশনটি হয়ে থাকে। আমরাও সেই মাইলফলক স্পর্শ করতে পেরেছি এবং দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি"।
ডা. আশরাফুল হক আরও বলেন, "চারদিন আগে অপারেশন করা হয়েছে, হাসিনা বেগম এখন ভালো আছেন। আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। এখন থেকে কিছু নিয়মকানুন মেনে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন"।
"দেশে এমআইসিএস পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনের প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। আমরা শুরু করলাম, আশা করছি আগামীতে আরো বেশি এ ধরনের অপারেশন করা হবে"।
হাসিনা বেগম নামক ওই রোগীর বাড়ি ময়মনসিংহে, তিনি দুই বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। তিন সন্তানের মা হাসিনার হার্টের দুটি ভালভই নষ্ট ছিল। দেড় মাস আগে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকেরা তখন এমআইসিএস পদ্ধতিতে তার হৃদপিন্ডের ডাবল ভালভ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।