ভিয়েতনামে করোনাভাইরাসের নতুন ইউকে-ইন্ডিয়ান হাইব্রিড ভ্যারিয়েন্ট শনাক্ত
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/05/30/urnpublicidap.orgb3a0ead7bf4642ed92a0763b84cd239d.jpg)
সম্প্রতি ভিয়েতনামে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি ভারতীয় ও যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টের সংমিশ্রণ এবং বাতাসের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী গুয়েন থান লং নতুন এই মিউটেশনকে 'মারাত্মক বিপজ্জনক' হিসেবে অভিহিত করেছেন।
প্রতিনিয়তই ভাইরাসের মিউটেশন ঘটে, এর বেশিরভাগই তেমন গুরুতর না হলেও কিছুক্ষেত্রে মিউটেশনের ফলে ভাইরাসটি অধিক সংক্রামক হয়ে ওঠে।
প্রথমবারের মতো কোভিড শনাক্ত হওয়ার পর, এখন পর্যন্ত এক বছরেরও বেশি সময়ে ভাইরাসের হাজারো রূপান্তর ঘটেছে।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী এক সরকারি বৈঠকে বলেন, "ভারত ও যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের সংমিশ্রণের নতুন একটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে ভিয়েতনামে,"
তিনি জানিয়েছেন, নতুন এই মিশ্র ভ্যারিয়েন্টটি আগের আগের চেয়ে দ্রুত সংক্রমিত হয়, বিশেষ করে বাতাসের মাধ্যমে। দেশটিতে নতুন শনাক্ত রোগীদের মধ্যে এটি পাওয়া গেছে।
খুব দ্রুতই নতুন ভ্যারিয়েন্টটির জেনেটিক কোড প্রকাশ করা হবে বলে জানান তিনি।
গত বছরের অক্টোবরে ভারতে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টের চেয়েও অধিক সংক্রামক। গবেষণায় দেখা গেছে, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়ার পর তা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে উচ্চ মাত্রায় সুরক্ষা দেয়। তবে প্রথম ডোজ দেওয়ার পর সুরক্ষার হার কম থাকে।
করোনাভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্টের কারণে আক্রান্তদের গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে,ভাইরাস অধিক সংক্রামক হলে ভ্যাকসিন না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে মৃত্যুর হার বেড়ে যায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিয়েতনামে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬,৭০০ জন কোভিড শনাক্ত হয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশিই শনাক্ত হয়েছে এ বছরের এপ্রিল থেকে।
দেশটিতে এখন পর্যন্ত কোভিডজনিত কারণে মারা গেছেন ৪৭ জন।
- সূত্র: বিবিসি