চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী, আরও ১৯৬ শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৬৪ জনের নমুনা পরীক্ষয় এ ফলাফল পাওয়া যায়।
বুধবার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জন শনাক্ত হয়েছে। আর জেলায় র্যাপিড এন্টিজেন্ট টেস্টে ৮৩ জনের মধ্যে ২১ জন ও জিন এক্সপার্ট টেস্টে ১০ জনের নমুনা পরীক্ষায় তিনজন শনাক্ত হয়েছে। আর এনিয়ে জেলাটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩ জন। এ পর্যন্ত জেলাটিতে কোভিডজনিত মারা গেছে ৩৭ জন।
এদিকে লকডাউনের নবম দিন চলছে চাঁপাইনবাবগঞ্জে। আজও পণ্যবাহী ট্রাক ছাড়া দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ আছে। ঔষধ, খাবার দোকান ও মুদিখানা ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ আছে। রাস্তায় মানুষের চলাচল একেবারেই কম।
লকডাউন কার্যকর করতে পুলিশের ২৭টি চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।