৪ জুন থেকে সচল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট
আগামী ৪ জুন ঢাকা আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরুর কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বর্তমানে নির্দিষ্ট কিছু দেশের সঙ্গেই কঠোর বিধি-নিষেধের আওতায় ফ্লাইট সচল রয়েছে।
তবে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগপর্যন্ত বন্ধ থাকবে নির্দিষ্ট এয়ার করিডোরের ফ্লাইট আসা-যাওয়া। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।
এছাড়া, সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক এমন নির্দিষ্ট কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা বজায় থাকবে।
প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে গ্রুপ-এ (A) ভুক্ত ১১ টি দেশের কোন দেশে ভ্রমণে গিয়েছেন, তারা সরকারের বিশেষ অনুমতি প্রাপ্তি-সাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷
গ্রুপ এ (A) ভুক্ত দেশগুলো হলো; আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।
এছাড়া, গ্রুপ বি (B) ভুক্ত আটটি দেশ; বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস, কুয়েত এবং ওমান থেকে আগতদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে এসব দেশের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাওয়াদের ওপর কোনো বিধিমালা আরোপ করা হয়নি।