রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৬ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। অন্যরা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং রাজশাহী, নাটোর ও চুয়াডাঙ্গার একজন করে আছেন।
এ নিয়ে গত ২৪ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৪ দিনে হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ১০৭ জন। এই ১০৭ জনের মধ্যে ৬২ জন করোনায় আক্রান্ত ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই।
গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে যা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনার চেয়ে বেশি। হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে নতুন করে আরও ১৮৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৫১ শতাংশ।
করোনার সংক্রমণ রোধে রাজশাহীতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাত্রিকালীন লকডাউন চলছে।