বলের আঘাতে স্ট্রেচারে করে হাসপাতালে যেতে হলো রাসেলকে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন আন্দ্রে রাসেল। যদিও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের এই অলরাউন্ডার ঝড় তুলে ইনিংস শেষ করতে পারেননি। ৬ বলে ২ ছক্কায় ১৩ রান করে থামতে হয় তাকে। বড় ইনিংস তো খেলাই হয়নি, ম্যাচও শেষ করতে পারেননি তিনি। মাথায় বলের আঘাতে হাসপাতালে যেতে হয় ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে।
ইসলামাবাদের বিপক্ষে কোয়েটার ইনিংসের ১৩তম ওভারে ব্যাটিং করতে নামেন রাসেল। পরের ওভারে প্রতিপক্ষ দলের পেসার মোহাম্মদ মুসাকে দুটি ছক্কা মারেন তিনি। কিন্তু এই ওভারের চতুর্থ বলটি ব্যাটে লাগাতে পারেননি রাসেল। খাটো লেংন্থের বলটি গিয়ে তার কান বরাবর হেলমেটে আঘাত করে।
বলের আঘাতের পর একটু দূরে গিয়ে বসে পড়েন রাসেল। সঙ্গে সঙ্গে মাঠে যান কোয়েটার ফিজিও। তিনি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবার ব্যাটিং শুরু করেন ক্যারিবীয় এই ক্রিকেটার। পরের বলেই মুসাকে তুলে মারতে গিয়ে মোহাম্মদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাসেল।
আঘাতের পরও ব্যাটিং করায় মনে হয়েছিল, তেমন কোনো চোট নয়। কিন্তু ইনিংস বিরতিতে ব্যথা অনুভব করেন রাসেল। তার কনকাশন সাব হিসেবে মাঠে নামানো হয় পেসার নাসিম শাহকে। রাসেলকে স্ট্রেচারে করে ড্রেসিং রুম থেকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। হাসপাতালে নিয়ে গিয়ে তার মাথায় স্ক্যান করা হয়।
এদিকে রাসেলের কনকাশন সাব নিয়ে তৈরি হয় বিতর্ক। রাসেলের বদলে একজন পেসারকে নামানোর সিদ্ধান্তে চটেছেন ইসলামাবাদের অধিনায়ক শাদাব খান। এ নিয়ে আম্পায়ারের সঙ্গে কথাও বলেন তিনি। কনকাশন সাবের নিয়ম হলো, আঘাত পাওয়া ক্রিকেটারের মানের আরেকজন ক্রিকেটারকে নামাতে হবে। কিন্তু রাসেল পেস অলরাউন্ডার হলেও নাসিম পুরোপুরি পেসার।