রাসেল ঝড়ে কুমিল্লার লড়াকু পুঁজি
জেমস ফুলারের ওভারে তিনটি ও এর আগে একটি, মোট চারটি ছয় হাঁকালেন আন্দ্রে রাসেল। এই ক্যারিবীয়র মারকুটে ব্যাটিংয়ে ফাইনালে বরিশালের বিপক্ষে লড়াই করার পুঁজি পেয়েছে কুমিল্লা। বিপিএলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা আগে ব্যাট করে ২০ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫৪ রান।
রাসেল নামার আগ পর্যন্ত কুমিল্লার রানের চাকা খুব একটা ঘুরছিল না। বোলারদের লড়াই করার রসদ এনে দিতেই হিমশিম খাচ্ছিলেন ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা। শেষদিকে আন্দ্রে রাসেল এসে ঝড় তুলে দলের সংগ্রহ নিয়ে গেলেন দেড়শ পেরিয়ে।
টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশি সময় নেননি কাইল মেয়ার্স। স্বদেশী সুনিল নারিনকে প্রথম ওভারেই ফেরান তিনি। অধিনায়ক লিটনসহ পরের চার ব্যাটসম্যানও বেশি অবদান রাখতে পারেননি কুমিল্লার ইনিংসে। ৭৯ রান পাঁচ উইকেট হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা।
সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী। অঙ্কন ৩৫ বলে দুই চার ও দুই ছয়ে ৩৮ রান করে আউট হন। তখনও কুমিল্লার সংগ্রহ খুব বেশি ছিল না।
এরপরই রাসেল নেমে মারকাটারি ব্যাটিং শুরু করেন। তার ১৩ বলে ২৭ রানের ইনিংসেই কুমিল্লার সংগ্রহ ১৫০ পার হয়। চারটি ছক্কা মেরেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। জাকের আলী অপরাজিত ছিলেন ২০ রান করে।
বরিশালের প্রায় সব বোলারই নিয়ন্ত্রি বোলিং করেছেন। ৪৩ রান দিলেও দুটি উইকেট পেয়েছেন জেমস ফুলার। একটি করে উইকেট গেছে মেয়ার্স, ম্যাকয় ও সাইফুদ্দিনের ঝুলিতে।