ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা, নিউজিল্যান্ডে নিন্দার ঝড়
২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে নামাজ পড়া অবস্থায় মুসলমানদের ওপর চালানো নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার খবর প্রকাশ পাওয়ায় নিন্দার ঝড় উঠেছে। হামলার শিকারদের ওপর নয়, বরং দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার ওপর ওই চলচ্চিত্রে ফোকাস করা হচ্ছে, জানতে পেরে শুক্রবার এই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
হলিউড সংবাদ মাধ্যম 'ডেডলাইন' এক প্রতিবেদনে জানায়, সম্ভাব্য 'দে আর আস' শিরোনামের ওই চলচ্চিত্রে আরডার্নের চরিত্রে অভিনয় করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রোজ বার্ন। নিউইয়র্কভিত্তিক ফিল্মন্যাশন এন্টারটেইনমেন্ট ওই চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রদর্শকের স্বত্ব লাভ করেছে বলে জানা গেছে।
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চালানো ওই হামলায় ৫১ জন প্রাণ হারিয়েছিলেন।
'ডেডলাইন' জানিয়েছে, ওই হামলার পর আরডার্নের দেওয়া বিখ্যাত ভাষণ থেকে চলচ্চিত্রটির শিরোনাম নেওয়া হয়েছে। সে সময়ে নিজ ভূমিকার জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিলেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী।
তবে এ চলচ্চিত্রের পরিকল্পনা বিষয়ে দেশটির জনগণের মনে অনেক প্রশ্ন জেগে উঠছে।
ওই হামলায় প্রাণ হারানো হুসেইনের ছোটভাই আয়া আল-ওমারি এক টুইটবার্তায় স্রেফ 'না' শব্দটি লিখেছেন।
মুসলিম অ্যাসোসিয়েশন অব কেন্টাবুরির মুখপাত্র আবদিগনি আলি বলেছেন, তার সম্প্রদায় মনে করে, ওই আক্রমণের ঘটনা চলচ্চিত্রে দেখানোর দরকার রয়েছে, 'কিন্তু আমরা নিশ্চিত হতে চাই, সেটি যেন একটি যথাযোগ্য, নির্ভুল ও সংবেদনশীল পন্থায় দেখানো হয়।'
লেখিকা ও আইনজীবী টিনা এনগাটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে লিখেছেন, এই চলচ্চিত্র 'শ্বেতাঙ্গ আধিপত্যের শক্তি' জাহির করবে।
এদিকে, আরডার্নের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চলচ্চিত্রের সঙ্গে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ও তার সরকারের কোনো সম্পৃক্তরা নেই।'
-
সূত্র: রয়টার্স