‘সাকিবকে পেয়ে দল উজ্জীবিত থাকবে’
তৃতীয় সন্তানের জন্মের সময় যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। এরপর আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি নেন বাঁহাতি এই অলরাউন্ডার। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফেরেন তিনি। এবার বাকি দুই ফরম্যাট টেস্ট ও টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই খেলবেন সাকিব। আর এই সফরেই তাকে স্বরূপে দেখা যাবে বলে বিশ্বাস বিসিবির দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের। তাকে পেয়ে বাংলাদেশ দলও উজ্জীবিত থাকবে বলেও মনে করেন তারা।
দল ঘোষণার পর বুধবার মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'সফরে তিন সংস্করণে আমরা সেরা খেলোয়াড়কে পাচ্ছি, এটা অবশ্যই আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আমাদের দলও তাকে পেয়ে উজ্জীবিত থাকবে। আশা করি ওর কাছ থেকে আমরা অনেক অনেক ভালো পারফরম্যান্স পাব এবং দলের পারফরম্যান্সও ভালো হবে।'
প্রিমিয়ার লিগ ভালো না গেলেও জিম্বাবুয়ে সফরে চেনা সাকিবকে দেখা যাবে বলে বিশ্বাস হাবিবুল বাশারের। তিনি বলেন, 'পারফরম্যান্স করতে সাকিব মুখিয়ে আছে। এই প্রিমিয়ার লিগটা হয়তো ওর খুব একটা ভালো যায়নি, কিন্তু আন্তর্জাতিক ম্যাচের জন্য ও খুব আগ্রহ নিয়ে আছে। আমার মনে হয়, আমরা ওর কাছ থেকে সেরা পারফরম্যান্সটা দেখতে পারব।'
একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ২৮ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ জুলাই। এর আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।