প্রিয় নায়িকাকে এক পলক দেখার আশায় ৯০০ কিলোমিটার পাড়ি ভক্তের!
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/06/24/rashmika_mandanna.jpg)
তেলুগু ও কন্নড় ভাষার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে বাস্তবে এক পলক দেখা দেখার স্বপ্ন নিয়ে ভারতের তেলঙ্গনা থেকে কর্নাটক পর্যন্ত ৯০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তার এক ভক্ত। নাম আকাশ ত্রিপাঠী।
তবে গুগলের সাহায্য নিয়েও ২৫ বছর বয়সী এ তারকার বাড়ি চিনতে না পেরে তিনি সাহায্য চেয়েছিলেন পথচারীদের কাছে। তার আচরণে সন্দেহ হলে ওই অনুরাগীকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/06/24/rashmika_mandanna_3.jpg)
ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতে এখন রশ্মিকা মন্দানার জয়জয়কার। 'কিরিক পার্টি', 'গীতা গোবিন্দম', 'ডিয়ার কমরেড' প্রভৃতি চলচ্চিত্রের মাধ্যমে সাফল্যের চূড়ার কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। এমনকি গুগলে 'ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া' লিখলে তার নাম দেখায়।
সম্প্রতি বলিউডেও কাজ শুরু করেছেন রশ্মিকা মন্দানা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতে অভিনয় করছেন।
জানা গেছে, রশ্মিকাকে দেখতে তেলঙ্গনা থেকে ট্রেনে চেপে মাইসোর, সেখান থেকে অটোরিকশায় করে মুগ্গুলা পৌঁছান আকাশ। সেখান থেকে গুগল মানচিত্রের সাহায্য নিয়ে হাজির হন কর্নাটকের বিরাজপেটে। নিজের এই জন্মস্থানেই বাবা-মায়ের সঙ্গে থাকেন রশ্মিকা। কিন্তু তিনি এই মুহূ্র্তে মুম্বাইয়ে 'মিশন মজনু'র শুটিংয়ে ব্যস্ত, এ তথ্য জানা ছিল না আকাশের।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2021/06/24/rashmika_mandanna_999.jpg)
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেয়।
-
সূত্র: আনন্দবাজার পত্রিকা