‘গাঙ্গুবাই’ শুটিং শেষ, আবেগাপ্লুত আলিয়া
প্রায় দু'বছর পর শেষ হলো সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' চলচ্চিত্রের শুটিং। রোববার ছবির শুটিং শেষ হয়। সে কথা সামাজিক মাধ্যমে জানিয়ে কলাকুশলী ও পরিচালকের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন ছবির মুখ্য অভিনেত্রী আলিয়া ভাট।
পরিচালক, কলাকুশলীদের পাশাপাশি মন খারাপ আলিয়ারও। সে কথা নিজেই স্বীকার করেছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে আলিয়া লেখেন, '২০১৯ সালের ৮ ডিসেম্বর আমরা গঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলাম… প্রায় ২ বছর পর ছবির শুটিং শেষ হলো। এই ফিল্ম এবং সেটটি দুটো লকডাউন, দুটো সাইক্লোনের মধ্য দিয়ে গেছে... পরিচালক ও অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছিলেন!'
এত বাধা সত্ত্বেও ছবি থেকে আলিয়া যে অভিজ্ঞতা পেয়েছেন, সেটা আজীবন মনে রাখবেন বলে জানিয়েছেন।
প্রথমবার সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করার অভিজ্ঞতার সম্পর্কে আলিয়া লেখেন, "সঞ্জয়জির সঙ্গে কাজের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। আমার জীবনের স্বপ্নপূরণের মতো। 'গাঙ্গুবাই'র জন্য যখন পরিচালক আমায় ডাকলেন, আনন্দ লুকোতে পারিনি।'
আরও লেখেন, "আমি যে যাত্রা শুরু করেছিলাম, তার জন্য অনেক কিছুই এই দু'বছরে আমাকে প্রস্তুত হতে শিখিয়েছে, আমি মনে করি। আমি এই সেট থেকে বেরিয়ে এসেছি একজন অন্য মানুষ হয়ে! স্যার, আমি আপনাকে ভালোবাসি! আপনাকে আপনার মতো থাকার জন্য ধন্যবাদ... সত্যিই আপনার মতো আর কেউ নেই।'
শেষে আলিয়া লেখেন, 'যখন আপনার কোনো ফিল্ম শেষ হয়, তখন একটা পার্ট শুধুমাত্র শেষ হয়। আজ আমি আমার একাংশকে হারিয়েছি… গাঙ্গু, আমি তোমাকে ভালোবাসি! তোমাকে মিস করব। পুনশ্চ: আমার ক্রুদের জন্য বিশেষ উল্লেখ্য, তোমরা দু'বছর ধরে আমার পরিবার এবং বন্ধুবান্ধব! তোমাদের ছাড়া কিছুই সম্ভব হতো না! ভালোবাসি।'
আলিয়া ভাটের সঙ্গে সঞ্জয় লীলা বনশালির এটিই প্রথম ছবি। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' এক মাফিয়া কুইনের জীবনের গল্প। কাহিনির কেন্দ্রে নির্যাতিতা নারী গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। সঙ্গীকে বিশ্বাস করে যিনি গুজরাট ছেড়ে মুম্বই চলে এসেছিলেন। অজান্তে মুম্বাইয়ের এক পতিতাপল্লিতে তাকে বিক্রি করে দেয় সেই পুরুষ সঙ্গী। পরে গাঙ্গু মুম্বাইয়ের অন্ধকার দুনিয়ার সঙ্গে হাত মিলিয়ে হয়ে ওঠেন ক্ষমতাবান।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় দেবগণ।