দেশে সরবরাহের জন্য প্রস্তুত সিনোফার্মের ২০ লাখ ডোজের প্রথম ভ্যাকসিন চালান
জিটুজি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় চীন থেকে কেনা সিনোফার্ম ভ্যাকসিনের ২০ লাখ ডোজের প্রথম চালান দেশে সরবরাহের জন্য প্রস্তুত আছে।
ঢাকায় চীনা দূতাবাসের চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান আজ তার ফেসবুক আইডি থেকে ভ্যাকসিনের প্রস্তুতকৃত চালানের দুটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশি সরকারের ক্রয়কৃত ভ্যাকসিনের ২০ লাখ ডোজের প্রথম চালান সরবরাহের জন্য প্রস্তুত আছে বেইজিং-এ। মহামারির নতুন ওয়েভ মোকাবিলায় আমাদের বাংলাদেশি বন্ধুদের পাশেই আছে চীন।"
এ বছরের ২৭ মে চীন থেকে ১.৫ কোটি ডোজ সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিন কেনার অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এদিকে, গত ১২ মে ও ১৩ জুন দুই ধাপে বাংলাদেশকে ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে চীন।