সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন বিপর্যয়: ‘যান্ত্রিক ত্রুটি’ বলছে কর্তৃপক্ষ, তদন্ত টিম গঠন
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা এই তদন্ত টিম গঠন করেন।
তদন্ত টিমের প্রধান করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাজী আরিফ আহম্মেদকে। এছাড়া ডা. সাইফুল্লাহ ও ডা. মারুফ আহম্মেদকে সদস্য করে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, হঠাৎ করে বুধবার বিকেলে অক্সিজেনের প্রেসার ফল করে; তবে অক্সিজেন ঠিক ছিল। এ কারণে কিছু মুমূর্ষু রোগী মারা গেছেন। কী কারণে অক্সিজেনের প্রেসার কমে গিয়েছিল, সেটি অনুসন্ধানের জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
তিনি বলেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হয়েছে। তাৎক্ষণিকভাবে ৭০টি বড় সিলিন্ডারের মাধ্যমে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। ত্রুটিকালীন সময়ে চারজনের মৃত্যু হয়েছে।'
এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানিয়েছিলেন, বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দেয়। এই সময়ে আইসিইউতে থাকা তিনজন ও ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া বাকি যেসব রোগী মারা গেছেন, তারা মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এর মধ্যে চারজন করোনা পজিটিভ; বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।