বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন এলাকায় দেওয়া হবে মর্ডানার টিকা
যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মর্ডানা ইঙ্কের কোভিড-১৯ টিকা দেশের মহানগর পর্যায়ের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে দেওয়া হবে। আর চীনের সিনোফার্মের টিকা উপজেলা পর্যায় থেকে সারাদেশে দেয়া হবে।
আজ সোমবার (৫ জুলাই) টিবিএস'কে এসব তথ্য টেলিফোনে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। একইসঙ্গে, শিগগিরই ভ্যাকসিন রেজিস্ট্রেশন চালু হবে বলেও উল্লেখ করেন তিনি।
সেব্রিনা ফ্লোরা বলেন, "বিভাগীয় শহর বা মহানগর পর্যায়ের শহরগুলোতে মর্ডানার টিকা দেওয়া হবে, তবে কোন ছোট শহর বা মফস্বলে এ ভ্যাকসিন দেওয়া হবে না। কবে থেকে মর্ডানার টিকা দেওয়া হবে- সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে যত তাতাড়াতাড়ি সম্ভব টিকাদান শুরু হবে। মহানগর এলাকায় নিবন্ধন করা ব্যক্তিরাই এ ভ্যাকসিন পাবেন। আর সিনোফার্মের ভ্যাকসিন উপজেলা পর্যায় থেকে সারাদেশে দেয়া হবে।"
এর আগে দুপুরে ডিজি খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, টিকা নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেওয়া হয়েছে। আজ আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে।