বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের জিন্স আমদানি বেড়েছে ৩৫.৬১%
যুক্তরাষ্ট্রে ব্লু ডেনিম পোশাক শিল্প বিশেষত জিন্সের প্রধান রপ্তানিকারক বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের পোশাক আমদানির তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান ওটেক্সার তথ্যানুসারে, মে মাস পর্যন্ত ২০২০ সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ডেনিম সরবরাহ বৃদ্ধি পেয়েছে ৩৫ দশমিক ৬১ শতাংশ। গত বছরের তুলনায় এপ্রিল মাস পর্যন্ত এই হার ছিল ১০ দশমিক ২ শতাংশ।
ওটেক্সার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে পর্যন্ত প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের মোট জিন্স আমদানি ২৯ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.১৫ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে। সোর্সিং জার্নালের প্রতিবেদন অনুসারে, ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর চাহিদাও বৃদ্ধি পায়। ফলে, এপ্রিল পর্যন্ত বৃদ্ধি পাওয়া ৯ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে এই হার।
এপ্রিলের তুলনায় মে মাসে আগের বছরের তুলনায় চলতি বছরে যুক্তরাষ্ট্রে ডেনিম আমদানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬.৩৯ মিলিয়ন ডলারে গিয়ে পৌঁছে।
যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহৎ ডেনিম রপ্তানিকারক দেশ ম্যাক্সিকো থেকে আগের বছরের তুলনায় আমদানি বৃদ্ধি পেয়েছে ৫১ দশমিক ৩৫ শতাংশ। ফলে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ২৩২.৭৬ মিলিয়ন ডলার।
ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে গত পাঁচ মাসে আমদানি ৮ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২১.৫৮ মিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে।
একই সময়ে, চীন থেকে যুক্তরাষ্ট্রে জিনস আমদানি ৩৮ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১১৭.২৭ মিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে।
পাকিস্তান, কম্বোডিয়া এবং শ্রীলঙ্কা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি যথাক্রমে ৩৮ দশমিক ৭৩ শতাংশ, ১০ দশমিক ৩৩ শতাংশ এবং ৩২ দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফলে, পাকিস্তান, কম্বোডিয়া ও শ্রীলঙ্কার থেকে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ বেড়ে যথাক্রমে ১১৬.৬২ মিলিয়ন, ৫৯.৯২ মিলিয়ন এবং ২৩.৪৮ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।
সূত্র: সোর্সিং জার্নাল