সুর চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বাংলাদেশ ব্যাংকের আলোচিত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
বুধবার রাজস্ব বোর্ডের আওতাধীন কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসারদের (সিইও) কাছে চিঠি পাঠিয়ে হিসাব জব্দ করার এ নির্দেশনা দেওয়া হয়।
পিপলস লিজিংয়ের অনিয়মের ঘটনায় এস কে সুর চৌধুরীর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে এসকে সুর চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য জানতে চাওয়া হয় এর আগে। এবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো।
সিআইসির চিঠিতে এসকে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তাৎক্ষণিকভাবে স্থগিত করে জরুরিভিত্তিতে সিআইসিকে জানানোর অনুরোধ জানানো হয়।